ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ এই মাছ আটক করা হয়।
এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করা হয়। আটক সারোয়ার আলম আদ্রা গ্রামের শহিদ ভূইয়ার ছেলে।
জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রামের ভেতর দিয়ে একটি পিকআপভ্যানে করে ইলিশ মাছ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর এর ক্যাপ্টেন সানিউল আলম। তিনি জানান, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপভ্যানে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে লোডকৃত পিকআপটি জব্দ করা হয়। পরে পাচারকারীকে খোঁজে বের করে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।