গাড়িতে ধাক্কা দিয়েছিল এক অটোরিকশা। আর এরই জেরে সৃষ্ট বিবাদের একপর্যায়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল লোক। ঘটনার সময় ওই যুবক তার বাবা-মায়ের সঙ্গেই ছিলেন। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুম্বাইয়ের মালাদে একটি অটোরিকশাকে তার গাড়িতে আঘাত করা নিয়ে বিরোধের পর ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে একদল লোক পিটিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী আকাশ মাইন। বিবাদের সময় তিনি তার বাবা-মায়ের সাথে ছিলেন।
এনডিটিভি বলছে, গত শনিবার সন্ধ্যায় পুষ্প পার্কের কাছে ওভারটেক করতে গিয়ে আকাশের গাড়িকে ধাক্কা দেয় এক অটোচালক। এটি নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়, যার পরে অটো চালক চলে যায় বলে দিন্দোশি পুলিশ জানিয়েছে।