6.7 C
Munich
Saturday, November 2, 2024

সাগরে দুই ভারতীয় জাহাজসহ ৩১ জেলে আটক, ৫০ মণ মাছ জব্দ

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমা থেকে দুটি ভারতীয় জাহাজ ও ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় ইলিশসহ প্রায় ৫০ মণ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। নৌ বাহিনীর পক্ষ থেকে আটকদের ভারতীয় বলা হলেও পুলিশ বলছে এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার রাতে সমুদ্রে অভিযান চালিয়ে জাহাজসহ তাদের আটক করা হয়। আটক ট্রলিং দুটি হলো জয় জগন্নাথ ও মা বাসন্তী।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় পায়রা বন্দরের জেটিতে আটক ট্রলিং জাহাজ জগন্নাথ ও মা বাসন্তীকে নিয়ে আসেন নৌবাহিনী সদস্যরা।

বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লে. কমান্ডার মোহাম্মদ মসিউল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে গভীর সমুদ্রে নিয়মিত টহল চলছিল। এসময় ওই ট্রলিং জাহাজ দুটি দেখে সমুদ্রে ধাওয়া করা হয়। জাহাজ দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আটক করা হয়। ভারতীয় পতাকাবাহী জাহাজ দুটিতে ৩১ জন জেলে ছিলো। রাতেই তাদের আটক করে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুনঃ  আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে ভারতীয় নৌবাহিনীর বৈঠক প্রসঙ্গ

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসময় ইলিশসহ প্রায় ৫০ মণ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, আটক জেলেদের পরিচয়, ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ