1.9 C
Munich
Wednesday, November 13, 2024

ক্যাম্পাস শিক্ষার্থীদের ওপর হামলা, জবির সেই ছাত্রলীগ নেতা ধরা

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, আটক শিক্ষার্থীর নাম আসিফ আহম্মেদ অভি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক। অভি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। সে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। তখন বিভাগের চেয়ারম্যান তাকে নিয়ে আলাদা একটি রুমে তালাবদ্ধ করে রাখে। পরে সন্ধ্যা ৬টার দিকে অভিকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলো অভি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রশাসনের কাছে দিয়েছিল, যার ফলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়। এ ছাড়া ছাত্রলীগের পদ ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অভি।

আরও পড়ুনঃ  কখন থেকে সাঁড়াশি অভিযান জানাল আইজিপি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সেমিস্টার পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে আটক করে। বড় কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে বসে উপাচার্যের (রুটিন দায়িত্ব) সম্মতিক্রমে পুলিশের হাতে সোপর্দ করি। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা যে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছে। এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ সংবাদ