4.7 C
Munich
Sunday, November 10, 2024

স্নাতকে ফার্স্টক্লাস ফার্স্ট জবি শিবিরের দাওয়াহ সম্পাদক

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দাওয়াহ সম্পাদক হিসেবে আছেন আরিফুল ইসলাম। তিনি স্নাতকে ফার্স্ট ক্লাস ফার্স্ট।

শনিবার (২৭ অক্টোবর) কালবেলাকে এ তথ্য জানান আরিফুল ইসলাম।

এর আগে গতকাল শুক্রবার রাতে জবির ছাত্রশিবিরের ফেসবুক ওয়েবসাইটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে দাওয়াহ সম্পাদক হিসেবে আরিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৮৯ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। বর্তমানে তিনি মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়ন করছেন। আরিফুলের গ্রামের বাড়ি কুমিল্লা।

আরিফুল ইসলাম কালবেলাকে জানায়, তিনি স্নাতকে ৩.৮৯ পেয়ে এখন মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছে। স্নাতকে ৪ সেমিস্টারে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ ছিল তার। বাকি ২ সেমিস্টারে অসুস্থ থাকার কারণে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ আসেনি।

আরও পড়ুনঃ  শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন ‘শহীদ আবু সাঈদ

তিনি আরও জানান, তার মূল লক্ষ্য একজন ভালো ও আদর্শ মানুষ হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করা। তার ইচ্ছা ইসলাম নিয়ে গবেষণা করা এবং দেশের সেরা ইসলামিক স্কলার হওয়া।

বিশ্ববিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা দেখেছেন আগে থেকেই আমরা কেমন নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আমাদের কাজ কখনোই থেমে ছিল না। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা সবসময় প্রস্তুত। আমাদের সবকিছু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা খুব শিগগিরই জানিয়ে দেব।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আরিফুল শিক্ষার্থী হিসেবে যথেষ্ট ভালো ও মেধাবী। এমনকি তার রেজাল্টও ফার্স্টক্লাস ফার্স্ট। ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে আশা করি। একজন শিক্ষার্থী হিসেবে সে বিনয়ী ও ভদ্র।

আরও পড়ুনঃ  ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন ঢাবির শিবির নেতা আল আমীন

সর্বশেষ সংবাদ