একটি রিপোর্ট। যেটি আলোড়ন তুলেছে দেশ-বিদেশে। চায়ের কাপ থেকে রাজনীতির ময়দান, আন্তর্জাতিক মিডিয়া। জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত ‘উনি তো কিছুই বলে গেলেন না’ শিরোনামের রিপোর্টটি নিয়ে বিশ্লেষণ থামেনি এখনো। এ নিয়ে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের গদি টলটলায়মান হয়ে গিয়েছিল! প্রেসিডেন্ট কেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথা বললেন।
এই সময় এ ধরনের রিপোর্ট করারই বা কী প্রয়োজন ছিল- এসব প্রশ্নের জবাব খুঁজছেন অনেকেই। উত্তর মিলবে এ সপ্তাহের সংখ্যায়। বিস্তারিত পড়ুন ‘ইতিহাসের সত্য এবং রং-এর রাজনীতি’ জনতার চোখ-এ।
ওপারের দাদাবাবুরা যখন দেখবে বাংলাদেশ নিয়ে খুউব উদ্বিগ্ন তখন ভেবে নিবে বাংলাদেশ ঠিক পথেই এগুচ্ছে। —– মাওলানা ভাসানী