1.9 C
Munich
Sunday, December 8, 2024

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের অভিযোগ

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কর্মীদের মধ্যে যাদেরকে বিভিন্ন সময়ে গুম করার কয়েকদিন পর গুলি করে পঙ্গু করার ঘটনায় এ অভিযোগ করা হয়।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে ছাত্রশিবিরের সাবেক চার কর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন।

তাদের পক্ষে আইনজীবী ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী (আদীব)। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন।

ভুক্তভোগীদের আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী (আদীব) জানান, ছাত্রশিবিরের যাদেরকে বিভিন্ন সময়ে গুম করার কয়েকদিন পর গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছিল এমন কয়েকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসেছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম আদালতে ইসকনের হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত

অভিযোগকারীরা হলেন- জয়পুরহাট জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুজর গিফারি, জয়পুরহাটের সাবেক জেলা সেক্রেটারি ওমর আলি, যশোর জেলা পশ্চিম শাখার চৌগাছা থানার সাবেক সেক্রেটারি ইস্রারিফ এবং যশোর জেলা পশ্চিমের সাবেক সাহিত্য সম্পাদক রুহুল আমিন।

সর্বশেষ সংবাদ