2.6 C
Munich
Monday, December 9, 2024

নবীন শিক্ষার্থীদের বরণ করে কোরআন দিল রাবি শাখা ছাত্রশিবির

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শুক্রবার (৮ নভেম্বর) সকাল আটটায় রাজশাহী মহানগরীর বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে এ নবীনবরণ অনুষ্ঠান করে তারা।

শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্রশিবির কাজ করে ভালো ভবিষ্যৎ নিয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত দুই দিকে যেতে পারে। প্রথমটি সরকারি চাকরি বা বিসিএস এবং অন্যটি রিসার্চ। অনেকেই মনে করে রিসার্চ করে একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, কিন্তু তা নয় তারা দেশের বাইরেও সিভিল সার্ভিসের দুই-তিন গুণ বেতনে চাকরির সুযোগও রয়েছে। রিসার্চের জন্য নিয়োমিত পরাশুনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম অ্যাকটিভিটিতে যুক্ত হতে হবে, যা বিভিন্ন জায়গায় কাজে লাগে।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবে শহীদদের জীবনী থাকবে পাঠ্যবইয়ে, লিপিবদ্ধ হবে ইতিহাস

এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. এম. আব্দুল হান্নান বলেন, শুধু সমাজ পরিচালনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে আসা। এ জন্য প্রথমবর্ষ থেকে জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশকে নেতৃত্ব দিতে হবে। সিভিল সার্জন মানেই ক্ষমতার অপব্যবহার নয়। সিভিল সার্জন মানে সরকারের চাকর নয় জনগণের চাকর। জীবনে উন্নয়নে ভালো সঙ্গের জন্য ভালো বড় ভাইদের সাহায্য নিতে হবে, স্যারদের সাহায্য নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভালো খারাপ বুঝে সঙ্গ বিচার করতে হবে।

সভাপতির বক্তব্যে এমাজউদ্দীন মন্ডল বলেন, ‘মৃত্যু না থাকলে পৃথিবীতে কেউ ভালো কাজ করতো না, যেহেতু মৃত্যু আছে তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন মানুষের ভিতরে দুটি সত্তা থাকে একটি নৈতিক সত্তা ও অপরটি পাশবিক সত্তা। মানুষ নৈতিক সত্তা দিয়ে ভালো কাজ করে। অপরদিকে পাশবিক সত্তা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। দুনিয়ার জীবনে পাশবিক সত্তাকে যারা দমিয়ে রাখতে হবে এবং নৈতিক সত্তাকে খোরাক জোগাতে হবে। নৈতিক সত্তাকে খোরাক জোগাতে প্রতিদিন কোরআন পরতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পরতে হবে, রাতে আল্লাহর কাছে চাইতে হবে।’

আরও পড়ুনঃ  এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেননি কেউ

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, ১৫ বছর এমন অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। বিগত বছরগুলোতে ক্ষমতাধরেরা এমন অনুষ্ঠান করতেই দেয়নি। জীবনের সফলতা পাওয়ার মূল পথ হলো নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে চলা। নিয়মানুবর্তিতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে। কোরআনই একমাত্র পথ যা মানুষকে উন্নয়ন করতে পারে। আর এই উপকরণ এই পথ তোমাকে দেখারে বাংলাদেশ ছাত্রশিবির। শুধু দেশ নয় বরং দেশের বাইরেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রশংসায় পঞ্চমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্রদের মধ্যে কুরআন শরীফ বিতরণ ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুস্তাকুর রহমান জাহিদের সঞ্চালনায় এ সময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আইনজীবী হত্যায় জড়িত শুভ দাসের ছাত্রত্ব বাতিল

সর্বশেষ সংবাদ