ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা বিএনপির সভাপতিসহ চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা শওকত আজম খাজা গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
তবে বুধবার (২০ নভেম্বর) রাতেই ওই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান তিনি।
অব্যাহতি পাওয়া ৪ নেতা হলেন- আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহসভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।