1.9 C
Munich
Sunday, December 8, 2024

ওদেরকে এখনি থামতে হবে : ড. আবুল কালাম আযাদ বাশার

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় ইসলামিক আলোচক ড. আবুল কালাম আযাদ বাশার নিজের ফেইসবুক পেজে এক স্ট্যাটাস এ লেখেন…

নতুন ফ্যাসিবাদের পদধ্বনি-
ওদেরকে এখনি থামতে হবে।

আজ দুপুরে মাহফিলের স্টেজের দিকে রওয়ানা হলাম। তখন একজন নেতা টাইপের লোক এস বললো- হুজুর মাহফিলে রাজনৈতিক আলোচনা না করলে ভালো হয়। আমি বললাম- কি ভাই! ক্ষমতায় যারা ছিলো, তাঁরাও তো আমাকে কোনো মাহফিলে এমন কথা বলার সাহস করে নি। আর আপনারা তো এখনও ক্ষমতা পান নি, এখনি এসব শুরু করে দিলেন!!
আমার ধমক খেয়ে উনি আমতা-আমতা করে দূরে সরে গেলেন এবং কয়েকজন মুরুব্বি এসে উনার পক্ষ থেকে আমার কাছে সরি বললেন।

গতকাল দেখলাম লক্ষীপুরে একটি মাহফিল উনারা বন্ধ করে দিয়েছেন।
উনারা কী শুরু করলেন!!!
Md Abul Kalam Azad

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

সর্বশেষ সংবাদ