3.7 C
Munich
Wednesday, December 25, 2024

খোঁজ মিলল সহসমন্বয়ক খালিদের

জনপ্রিয় সংবাদ

পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহসমন্বয়ক খালিদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খালিদ হাসানের হলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রাত সাড়ে ১১টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন খালিদ। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ায়। তিনি গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ  আবরার ফাহাদকে নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে খালিদ হাসানের সন্ধান চেয়ে মানববন্ধন করে আরবি বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ।

সর্বশেষ সংবাদ