ইসরায়েলে ভয়াবহ দুর্যোগ, ভেঙে গেল ৯৩ বছরের রেকর্ড

ইসরায়েলের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাতে ভেঙে গেল প্রায় এক শতাব্দীরও পুরোনো রেকর্ড। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাহারিয়ায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির নতুন নজির। এর আগে ১৯৩২ সালের ১২ সেপ্টেম্বর জেরুজালেমের কাছের গুশ এৎজিওন এলাকায় ৯৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা এতদিন সর্বোচ্চ রেকর্ড হিসেবে ছিল। খবর টাইমস অব ইসরায়েলের।

অতিবৃষ্টিতে নাহারিয়ার গা’আতোন খালের পানি দ্রুত বেড়ে গিয়ে ড্রেনেজ ব্যবস্থায় মারাত্মক সমস্যা সৃষ্টি করে এবং শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর উপকূলীয় সমভূমি, কারমেল অঞ্চল এবং পশ্চিম গ্যালিলিতে। হাইফার সৈকতগুলোতে পানির দূষণ ও ড্রেনেজ সমস্যার কারণে সাঁতার কাটা সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিনে তাপমাত্রা মৌসুমি গড়ের নিচে নেমে যাবে।

আপনার মতামত লিখুনঃ