এনসিপি-গণঅধিকার পরিষদের একীভূত নাম সম্পর্কে যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার পথে এগোচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকে উত্থান হওয়া এই দুটি রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিনের রাজপথের সম্পর্ক এবং আদর্শগত মিল থাকায় একত্রীকরণ প্রক্রিয়া সহজ হচ্ছে বলে মনে করা হচ্ছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, দুই দলের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তরুণদের নেতৃত্বে রাজনীতির নতুন যাত্রা শুরু হলে দেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তার ফেসবুক পোস্টেও এমন ইঙ্গিত পাওয়া যায় যে, তরুণদের ঐক্য জনগণেরও প্রত্যাশা।

২০১৮ সালের কোটা আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন ও ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একসঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও উভয় দলের মধ্যে ঘনিষ্ঠতা দেখা গেছে।

এনসিপি সূত্রে জানা যায়, একীভূত দলটি “এনসিপি” নামেই রাজনীতি করবে এবং গণঅধিকার পরিষদকে ওই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নুরুল হক নুরকে একটি সম্মানজনক গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।

তবে এখনো নতুন নাম হবে কিনা বা নেতৃত্বের কাঠামো কেমন হবে, তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বর্তমানে দুই দলের শীর্ষ নেতারা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ উভয়েই জানান, আদর্শ ও গঠন কাঠামোতে মিল থাকায় একীভূত হওয়া সহজ হচ্ছে এবং তরুণদের এই ঐক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করতে পারে।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার দেশে ফেরার পর আলোচনা আনুষ্ঠানিক রূপ পাবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ