কত ভোট পেয়েছেন আলোচিত ভিপি প্রার্থী জামাল উদ্দীন খালিদ?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত ভিপি প্রার্থী ছিলেন জামাল উদ্দীন খালিদ। তার প্যানেলের পক্ষ থেকে ২৭ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছিল। তিনি নির্বাচনে ভালো ফলাফল করার বিষয়ে অনেক আশাবাদী ছিলেন। কিন্তু ডাকসু নির্বাচন ভিপি পদে তিনি পেয়েছেন ৫০৩ ভোট।

তার ইশতেহারের প্রধান দাবিগুলোর মধ্যে ছিলো DU First। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী-সবার আগে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ। কোনো দলীয় আধিপত্য নয়, বরং অ্যাকাডেমিক উৎকর্ষ ও মানবিকতার সর্বোচ্চ প্রকাশ। বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি যেন ছাত্রছাত্রীদের নাগালে আসে। ক্যাম্পাস হবে নিরাপদ, সহিংসতামুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক। এছাড়াও ছিলো, ২১শ শতাব্দী হলো Artificial Intelligence, Robotics, Data Science, Nanotechnology, Biotechnology 3 Cyber Security-এর যুগ। আমরা চাই-ঢাকা বিশ্ববিদ্যালয় এই চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্ব দিক। “গবেষণায় উৎকর্ষতা, বিশ্বমানের ঢাকা বিশ্ববিদ্যালয়”। আমাদের লক্ষ্য হলো-গবেষণা এবং উদ্ভাবনকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দুতে আনা, এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। শিক্ষা ও গবেষণা ছাড়া একটি বিশ্ববিদ্যালয় কেবল নামমাত্র প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। সমন্বিত শিক্ষার্থী সংসদ বিশ্বাস করে-ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষা ও গবেষণায় বিপ্লব ঘটাতে হবে।

জামাল উদ্দিন বলেছিলেন, আমার কোনো রাজনৈতিক হিসাব-নিকাশ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করে এসেছি সবসময়। ফলে আমার হারানোরও কিছু নেই। আমি লড়াই করার মানুষ, শেষ পর্যন্ত লড়ে যাবো।

আপনার মতামত লিখুনঃ