কারচুপি হলে দেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ—চাকসু ও রাকসু নির্বাচনে কারচুপি বা ভোট চুরি হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,

> “বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো শিবিরের পক্ষ নিয়ে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে চট্টগ্রাম ও রাজশাহীতে। আমরা কোনো ধরনের ভোট জালিয়াতি মেনে নেব না।”

তিনি আরও বলেন,

> “অতীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে শিবির যেভাবে কলঙ্কিত করেছিল, এবারও তারা লাঠিসোটা নিয়ে মাঠে নেমেছে। তারা মনে করে ছাত্রদল দুর্বল। কিন্তু আমরা যদি একবার রাজপথে নামি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের কোনো স্থান থাকবে না।”

🗳️ ৩৫ বছর পর চবি চাকসু নির্বাচন

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে অংশ নেয় ১৩টি প্যানেল, মোট ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৮ জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৪০টি ভোট দিতে হয়, যার মধ্যে ২৬টি কেন্দ্রীয় সংসদের এবং ১৪টি হল সংসদের পদে। ভোটারদের সুবিধার্থে সময় নির্ধারণ করা হয় সর্বোচ্চ ১০ মিনিট, অর্থাৎ গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি ভোট দিতে হয়।

🧾 ব্যালটে ভোট, ওএমআর পদ্ধতিতে গণনা

ভোট হয়েছে ব্যালট পেপারে, আর গণনা চলছে আধুনিক ওএমআর (Optical Mark Reader) পদ্ধতিতে। প্রতিটি হলে ১৪টি করে পদ রয়েছে। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে, আর হল সংসদের ফল জানানো হবে ভোটকেন্দ্রেই।

🚌 শিক্ষার্থীদের সুবিধা

নির্বাচন সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয়ের ডিনদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বিভাগের সভাপতিরা ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। শহরে থাকা শিক্ষার্থীদের জন্য বাড়ানো হয় শাটল ট্রেনের সময়সূচি—যা দিনে ১১ বার করে যাতায়াত করে। এছাড়া অতিরিক্ত ১৫টি বাসও চালু করা হয়।

আপনার মতামত লিখুনঃ