চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের এক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার ভোট বাক্সে ফেলার ঘটনা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
📍 আইটি ভবনে স্বাক্ষর ছাড়া ব্যালট পেপার
বুধবার অনুষ্ঠিত নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের একটি ভোটকক্ষে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সেখানে কিছু ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে।
এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা অভিযোগ তোলেন যে, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ব্যাহত হয়েছে এবং এটি নির্বাচন নীতিমালা লঙ্ঘনের শামিল।
🧑🏫 সহকারী প্রিজাইডিং অফিসারের বক্তব্য
ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. হাসান খালেদ রউফ বলেন,
> “প্রায় ১২টি ব্যালটে স্বাক্ষর দেওয়া হয়নি। নতুন পোলিং এজেন্টরা প্রথমবার দায়িত্ব পালন করায় এই ভুল হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরায় পুরো প্রক্রিয়া রেকর্ড রয়েছে, তাই কোনো গোপনীয়তা বা অনিয়ম হয়নি।”
তিনি আরও দাবি করেন, পুরো নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে চলছে এবং এ ভুলে চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব পড়বে না।
🗣️ প্রার্থীর অভিযোগ ও নির্বাচন কমিশনের পদক্ষেপ
স্বতন্ত্র শিক্ষা সম্মিলনের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি বলেন,
> “আমার এজেন্টরা জানায়, আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে ১৫–২০টি ব্যালট স্বাক্ষর ছাড়া বাক্সে ফেলা হয়েছে। নিয়ম অনুযায়ী, স্বাক্ষরবিহীন ব্যালট গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন তদন্ত করবে বলে জানিয়েছে।”
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্টদের উপস্থিতিতে ব্যালট যাচাই করা হবে।