জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন নিয়ে যা বললেন রিজভী

জামায়াতে ইসলামী স্বাধীন কোনো দল নয়, অন্য কোনো দেশের শাখা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

রিজভী বলেন, তারা আগে দলের নাম লিখতেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। আগে জামায়াতে ইসলাম, পরে বাংলাদেশ। তার মানে জামায়াতে ইসলাম বাংলাদেশে কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা। তারা যেহেতু পাশে বাংলাদেশ লেখে তার মানে তাদের আরও শাখা রয়েছে। এটা তাদের বাংলাদেশ শাখা।

রিজভী আরও বলেন, ওয়ান ইলেভেনের সময়ে তারা পরিবর্তন হয়ে লিখলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রূপ পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। তারা ২০১৬ সালে একবার পতাকার লোগো পরিবর্তন করেছে, এই দু একদিনের মধ্যে তারা আবার লোগো পরিবর্তন করবে।

এসময় রিজভী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজার নিরাপত্তা দিচ্ছেন অন্যান্য ধর্মের লোকজন, এটাই বাংলাদেশের সৌন্দর্য। দেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ তাকালে চোখ উপড়ে ফেলা হবে।

রিজভী আরও বলেন, সাম্প্রদায়িক চিন্তার কারণে কোনো বিভাজন তৈরি হয়নি। গেল ১৫ বছর ধরে শেখ হাসিনার রাজনৈতিক স্বার্থে বিভাজন তৈরি করে রেখেছিল। দেশের বিভিন্ন জায়গায় পূজাকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।

আপনার মতামত লিখুনঃ