ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

নীলফামারীর ডিমলায় অবৈধভাবে বালু বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম (৬০) নিহত হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তিস্তাপাড়ের শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের পেছনের সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম ডিমলা উপজেলা খালিশাচাঁপানী ইউনিয়নের জামায়াতের সাবেক আমির। এছাড়া তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ সুপার এবং ডিমলা তিতপাড়া বড় জুম্মা জামে মসজিদের খতিব। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির মওলানা মুজিবুর রহমান। তিনি বলেন আমরা গভীরভাবে শোকাহত ও এ ঘটনার বিচার দাবি করছি।

এলাকাবাসী অভিযোগ করে জানায় ডিমলার তিস্তাপাড়ের তেলিরবাজার নামকস্থানে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি চক্র। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রলিতে অবৈধভাবে ভাবে উত্তোলিত বালু নিয়ে ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। ওই সময় উক্ত জামায়াত নেতা খালিশাচাঁপানী বুড়িরহাট নিজবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থল মাদ্রাসার পথে আসছিলেন। বেপরোয়া গতির বালু বোঝাই ট্রলির ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার সোহেল রানা সোহান নামের এক যুবক অভিযোগ করে জানান, কিছু প্রভাবশালী লোকজনের কারণে অবৈধভাবে তিস্তা থেকে পাথর ও বালু উত্তোলন করে ট্রলিতে পরিবহন করে এলাকার পথঘাট চলাচলের অযোগ্য করে তুলেছে। তিনি বলেন তেলির বাজার এলাকার জামিনুর রহমানের ট্রলিতে উক্ত জামায়াত নেতা নিহত হন। ট্রলিটি পালিয়ে গেছে। তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে ও জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনার এলাকাবাসী সেখানে পথ অবরোধ করেছে। আগামী ২৪ ঘটনার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর বালু উত্তোলন বন্ধ এবং এলাকার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে রেখেছেন। পাশাপাশি আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিমলা-ডালিয়া সড়ক সহ শুটিবাড়ি এলাকার সকল সড়ক অবরোধের ডাক দেয়া হয় বলে জানান ওই এলাকার জামিনুর ইসলাম।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী এ ব্যাপারে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনাটি আইনি প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ