জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বিরল দৃশ্যের সৃষ্টি হয়। তিনি মঞ্চে উঠতেই একে একে ফাঁকা হতে থাকে অধিবেশন কক্ষের আসন। ৫০টিরও বেশি দেশের কূটনীতিক ওয়াকআউট করেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি আফ্রিকার কয়েকটি দেশ এবং কিছু ইউরোপীয় দেশের প্রতিনিধিরাও এ নীরব প্রতিবাদে যোগ দেন। এসময় উপস্থিত খুব সীমিত সংখ্যক প্রতিনিধি নেতানিয়াহুর বক্তব্য শোনেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, ওই সময় বাংলাদেশ প্রতিনিধি দলও অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিল। তবে তিনি স্পষ্ট করেন, এটি ছিল না ওয়াকআউট। ওইদিন প্রধান উপদেষ্টার দুটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাংলাদেশ প্রতিনিধি দল নেতানিয়াহুর ভাষণ শেষ হওয়ার পর সভাকক্ষে প্রবেশ করে।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো অভিযোগ করেছে—ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় প্রক্রিয়া ভণ্ডুল করছে। তাদের দাবি, জাতিসংঘ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার আগেই ব্যাপক ওয়াকআউট প্রমাণ করে বিশ্বমঞ্চে ইসরায়েল ক্রমশ একঘরে হয়ে পড়ছে।
