ফ্লোটিলা থেকে শহিদুল আলমের ব্যাপারে সর্বশেষ যা জানা গেল

বুকে বাংলাদেশের দীপ্ত লাল সূর্য, দু’হাত প্রসারিত, হাতে বাংলাদেশের পতাকা—এভাবেই দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম ফ্লোটিলা অভিযানে।

যেখানে বিশ্ব নিরাপত্তার কারণে ভয় পায়, সেখানে শহিদুল আলম জীবনের ঝুঁকি নিয়েই গাজায় অভুক্ত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইল। দুই শতাধিক মানবতাবাদী আটক হয়েছেন, তার মধ্যে শহিদুল আলম আছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

তবে সাম্প্রতিক ফেসবুক পোস্টে শহিদুল আলম মোসাব আবু তোহা’র একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে উল্লেখ আছে, মানবতাবাদীরা নিজেদের জীবন ঝুঁকিতে ফ্লোটিলায় ত্রাণ পৌঁছে দিতে চেয়েছেন, যেখানে তাদের নিজ নিজ সরকার ব্যর্থ হয়েছে।

ফ্লোটিলায় আটক হওয়ার পরও এই সাহসী সাহায্যকর্মীরা সমুদ্র থেকে ফিরে এসে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পান, কিন্তু গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা কোনো নিরাপত্তা পান না। যখন তারা মারা যায়—হোক তা হাসপাতালে, ধ্বংসস্তূপের নিচে, বা অস্থায়ী তাঁবুতে—তাদের নাম, ছবি বা কবরও থাকে না। গণমাধ্যমের চোখে তারা যেন অদৃশ্য।

শহিদুল আলমের হৃদয় ভেঙে যায় এই বাস্তবতায়: যারা চলে যায় নাম, ছবি বা কবর ছাড়া, তারা চিরতরে হারিয়ে যায়।

আপনার মতামত লিখুনঃ