রাজধানীর হাতিরঝিল থানা এলাকার একটি মাদরাসা থেকে তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে হাতিরঝিল থানার পশ্চিম চৌধুরীপাড়ার শেখ জনরুদ্দিন দারুল কুরআন মাদরাসার ৬তলার বাথরুম থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত তুষার চাঁদপুরের মতলব দক্ষিণ থানার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে শাহজাহানপুরের শান্তিবাগ মগা হাজির গলি এলাকায় থেকে সে শেখ জনরুদ্দিন দারুল কুরআন মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়তো।
নিহত তুষারের মামা ইলিয়াস হোসেন জানান, সকাল ৯টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায়, তুষার সকালে বাথরুমে ঢুকেছে, আর বের হচ্ছে না। পরে সেখান গেলে পুলিশের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে দেখা যায়, তুষার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। তবে কী কারণে তুষার এমনটা করেছে, সে বিষয়ে তার মামা ইলিয়াস কিছু জানাতে পারেননি।
এদিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ সুরুতহাল রিপোর্টে উল্লেখ করেছেন, ওই শিক্ষার্থীকে আবাসিক মাদরাসার ৬ষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় বাথরুমের প্যানের উপর বসা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে রশি দিয়ে গলায় ফাঁস দেয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তুষারের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।