বিএনপিকে আলতাফ হোসেনের সতর্কতা আজ প্রমাণিত সত্য!

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামায়াতের লোক, বিভিন্ন আদালত ও উচ্চ আদালতে বিচারক যারা হচ্ছেন তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

স্থানীয় বিএনপির উদ্দেশে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের এই ভরাডুবির পর এই বক্তব্যটি ফেসবুকে অনেকেই শেয়ার করে মন্তব্য করেছেন, বিএনপিকে দেওয়া আলতাফ হোসেনের সতর্কতা কি আজ প্রমাণিত সত্য?

শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নয়, এ বিষয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ইনকিলাবে প্রকাশিত বহু লেখায় এ বিষয়ে বিএনপির জন্য সতর্কবার্তা ছিলো। বিএনপি যদি বিষয়টি তখন আমলে নিতো তাহলে হয়তো ডাকসু নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারতো বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

গত ১৫ আগস্ট জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। এসময় আলতাফ হোসেন বলেন, ‘শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চান্দাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন?’

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে, তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। আমি জামায়াতের বদনাম করছি না আমি শুধু দুটি জিনিসের তফাত দেখাচ্ছি।

এরআগে গত ১২ আগস্ট দুমকি উপজেলায় আয়োজিত এক মতবিনিয়ম সভায় আলতাফ হোসেন বলেন, পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই; চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে।

তিনি বিএনপিকে সতর্ক করে আরও বলেন, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে যারা পটুয়াখালীতে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে, তাদের নাম-ঠিকানা-ছবিসহ আমাদের ও গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দিব, কেউ পালানোর পথও পাবে না।

আপনার মতামত লিখুনঃ