বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক, আহত ৫

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে, যখন আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুমের গ্রুপে নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী রয়েছেন। স্থানীয়দের বক্তব্য, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে কার্যক্রমে নিষিদ্ধ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীরও অংশ রয়েছে।

নিহত ব্যক্তি ইদন মিয়া (৫৫) মুরাদনগর গ্রামের বাসিন্দা। আহতদের সংখ্যা অন্তত পাঁচ, তবে তাদের পরিচয় ও অবস্থার বিস্তারিত তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয়। বিরোধের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোরে সংঘর্ষে রূপ নেয়। জানা গেছে, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত একই কমিটির সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। তারা পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করলেও বিরোধের কারণে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুনঃ