ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার নাম্বল সাবাল লেইকাই এলাকায় আসাম রাইফেলসের গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৬টার দিকে সংঘটিত এ হামলায় দুই জওয়ান নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা যায়, জওয়ানরা একটি ৪০৭ টাটা গাড়ি করে ইমফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালায়। ইমফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে, ইমফল ও চুরাচাঁদপুর জেলার মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।
হামলার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল ঘিরে ফেলে সশস্ত্র হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের গভর্নর অজয় কুমার ভল্লা। তিনি নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।’
১৯৪৯ সালের ২১শে সেপ্টেম্বর মণিপুর একীভূতকরণ চুক্তির বিরোধিতা করে উপত্যকা-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ডাকা প্রস্তাবিত বন্ধের দুই দিন আগে এই হামলা চালানো হলো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষিদ্ধ সংগঠনের তালিকা অনুযায়ী, মণিপুরে নয়টি নিষিদ্ধ মেইতেই ‘সন্ত্রাসী গোষ্ঠী’ রয়েছে। অতীতে আসাম রাইফেলসের ওপর হামলার জন্য তারা দায়ী ছিল, যার মধ্যে ২০২১ সালের নভেম্বরে চুরাচাঁদপুর জেলায় এক অতর্কিত হামলায় কর্নেল বিপ্লব ত্রিপাঠী, তার স্ত্রী এবং ছেলের মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
