এশিয়া কাপে সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সেই আশা বাঁচিয়েছে টাইগাররা। এই জয়ে আইসিসি থেকেও সুখবর পেয়েছে লিটন দাসের দল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকালের জয়ে রেটিং পয়েন্ট বেড়ে আফগানদের সমান ২২২ হলেও মূল পয়েন্টে এগিয়ে থাকায় ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
একাধাপ এগিয়ে টাইগাররা এখন ৯ নম্বরে, আর আফগানিস্তান একধাপ পিছিয়ে দশে নেমে গেছে। দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টে বড় পার্থক্য আছে। বাংলাদেশের পয়েন্ট ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩।
আইসিসি টি-টোয়েন্টি দলগত র্যাংকিংয়ে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত। ৫ কম রেটিং নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে কম ইংল্যান্ড। সেরা দশে পরের অবস্থানগুলোতে যথাক্রমে নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম), এবং পাকিস্তান (৮ম)।
এদিকে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো সম্ভাবনা টিকে আছে।
শ্রীলঙ্ক-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে তখন রান রেটের হিসাবে নামতে হবে। তখন এই গ্রুপে তিন দলের পয়েন্টই হবে ৪।
আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, রান তাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ করলেই হবে। শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে।
