ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কতো ভোট পড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। চলছে ভোট গণনা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ। নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

এবার ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে ছিলেন এক হাজার ৩৫ জন প্রার্থী।

এদিকে ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ডাকসুর ভোটের পরিবেশ ভালো ছিলো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।

কোন কেন্দ্রে কতো ভোট পড়লো

>> টিএসসির রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. নাসরিন সুলতানা জানিয়েছেন, এই কেন্দ্রের মোট ভোটার পাঁচ ৬৬৫ জন। তার মধ্যে কাস্ট হয়েছে তিন হাজার ৯০৩টি। ভোট কাস্টের হার ৬৮ দশমিক ৯ শতাংশ।

>> কার্জন হল কেন্দ্রে মোট ভোট পড়েছে পাঁচ হাজার ৭৭টি, যা মোট ভোটের ৮১ দশমিক ৩৮ শতাংশ।

>> ডাকসু নির্বাচনে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট পড়েছে দুই হাজার ৯৪৭। মোট ভোট কাস্টের পরিমাণ ৬৬ দশমিক ৩২ শতাংশ।

>> শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট পড়েছে চার হাজার ৪৪ ভোট। যা মোট ভোটের ৮২ শতাংশ।

>> উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চারটি হলে মোট ভোট পড়েছে পাঁচ হাজার ১৪১টি। যা মোট ভোটের ৮০ শতাংশ।

>> ফজিলাতুন্নেসা হলে ভোট পড়েছে ৬৭ দশমিক ০৮ শতাংশ।

>> কুয়েত মৈত্রী হলে ভোট পড়েছে ৬৮ দশমিক ৩৮ শতাংশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৭৩.৪৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।

বিস্তারিত আরও আসছে…

আপনার মতামত লিখুনঃ