ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঘোষিত ৮টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। এছাড়া জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়ের পথে রয়েছেন। এবার কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।
এমন পরিস্থিতিতে বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে ‘বিজয়ের পর মুমিন-মুসলিম হিসেবে করণীয়’ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরা হয়।
স্ট্যাটাসে বলা হয়—
‘যখন বিজয় অর্জিত হয়, জমিনের বুকে কর্তৃত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তখন মুমিন-মুসলিম হিসেবে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। সূরা আন-নাসরে আল্লাহ তাআলা বিজয়ের পরে তিনটি কাজের নির্দেশনা প্রদান করেছেন—
১. আল্লাহর নামে তাসবিহ পাঠ করা
২. আল্লাহর হামদ বা প্রশংসা করা
৩. ইস্তেগফার করা বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া।’
পোস্টের শেষাংশে আরও লেখা হয়, ‘নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী।’