ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের কাছে ব্যক্তিগত প্রত্যাশা জানিয়ে ১০ দফা পরামর্শ দিয়েছেন আইনজীবী শিশির মনির। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে এসব পরামর্শ দিয়েছেন তিনি।
‘সাবেক ছাত্র হিসেবে ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দের কাছে আমার ব্যক্তিগত প্রত্যাশা’ শিরোনামে দেয়া ওই স্ট্যাটাসে আইনজীবী শিশির মনিরের দেয়া পরামর্শগুলো হলো-
১) নেতা হিসেবে নয়, বরং ছোট ভাই, বড় ভাই, বন্ধু ও সহপাঠী হিসেবে আচরণ করবেন।
২) নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল বজায় রাখবেন।
৩) কেবল নিজের নামে বরাদ্দ করা সিটেই থাকবেন। সিট না থাকলে হল ছেড়ে দেবেন।
৪) নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করবেন, গবেষণায় মনোযোগ দেবেন এবং সেমিনার-সিম্পোজিয়ামে নতুন ধারণা নিয়ে আলোচনায় অংশ নেবেন। এতে ‘ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি’ (বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব) অর্জনের চেষ্টা করবেন।
৫) বিশ্বজুড়ে জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির সঙ্গে নিজেদের আপডেট রাখবেন এবং সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে আধুনিক করতে কাজ করবেন।
৬) বিতর্ক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
৭) পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবার ও যানবাহন ব্যবহারে সাধারণ শিক্ষার্থীদের মান বজায় রেখে সহজ-সরল জীবনযাপন করবেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাকেরের
৮) খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে নিজে অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতায় যুক্ত হবেন।
৯) জয়-পরাজয় নয়, সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন। বিজিতদেরও বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন।
১০) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। নতুন পরিবেশে অনেকেই দিকভ্রান্ত হয়, ফলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তাদের ব্যক্তিগত খোঁজ-খবর রাখার চেষ্টা করবেন।