ডাকসুর নবনির্বাচিত নেতারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সক্রিয় সব ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির কালো প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণে নিবেদিত।
এ সময় নিজের ফেসবুক পোস্টে নুর ডাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এরপরই তিনি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি লিখেন, ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা ধৈর্য্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছেন।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি হিসেবে গড়ে তুলতে ডাকসুর নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান নুর।
এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনকে একাডেমিক কার্যক্রমের মতো ক্যালেন্ডারভুক্ত করার পরামর্শ দেন তিনি। নুরের মতে, এ উদ্যোগ নিলে প্রতিবছর যথাসময়ে ডাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে।