চ্যানেল 24 এ প্রতিবেদন প্রকাশের পর শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গোপন সংবাদে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এর আগে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা গিয়াসের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে চ্যানেল 24 এর সার্চলাইট প্রোগ্রামে বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছিল।
শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিনের নামে হত্যা, বোমাবাজি ও অগ্নিসংযোগসহ ডিএমপির বিভিন্ন থানায় ৮ থেকে ৯টি মামলা রয়েছে। এসব মামলা সূত্রে জানা যায়, গত বছর জুলাই-আগস্টের আন্দোলনে গিয়াস উদ্দিনের নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়।
এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে বোল পাল্টে রাজধানীর কাফরুল এলাকার বিএনপিপন্থি আরেক সন্ত্রাসী নুরুল ইসলাম বাবু ওরফে লেংড়া বাবুর সঙ্গে মিলে বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও লুটপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে বৃহস্পতিবার শীর্ষ সন্ত্রাসী গিয়াসের আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন মিরপুরের রূপনগর আবাসিক এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে রূপনগর আবাসিক এলাকার একজন অভিযোগ করেন, গিয়াস বাহিনী মিতালী হাউজিংয়ে একটি বাড়ি দখল করেছে এবং বাড়ির মালিককে তারা এলাকা ছাড়া করেছে।