ছেলের হাতে মা খুন, নেপথ্যে যে কারণ জানা গেল

মানিকগঞ্জের দৌলতপুরে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নিজ সন্তানের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন।

নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। 

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। 

এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ