জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পার হলেও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে হল সংসদের নিবার্চনের ফল গণনা শেষ হয়েছে।
জানা গেছে, ছেলেদের আ ফ ম কামাল উদ্দিন হলে ভিপি পদে এগিয়ে আছেন দর্শন বিভাগ, ৪৯তম আবর্তনের জিএম রায়হান কবীর ও জিএস পদে বাংলা বিভাগের ৫০তম আবর্তনের আবরার শাহরিয়ার। শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে মারুফ হোসেন ও জিএস পদে মাসুদ রানা মিস্টু এগিয়ে আছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে রাকিবুল ইসলাম ও জিএস পদে আলী আহমদ এগিয়ে আছেন। মীর মশাররফ হোসেন হলে ভিপি পদে খালেদ জুবায়ের শাবাব ও জিএস পদে শাহরিয়ার নাজিম রিয়াদ এগিয়ে আছেন। ১০ নং ছাত্র হলে (বঙ্গবন্ধু হল) ভিপি পদে আসিফ মিয়া ও জিএস পদে মেহেদী হাসান এগিয়ে আছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভিপি পদে অমিত কুমার বণিকে এগিয়ে আছেন।
এছাড়াও আল বেরুনী হলে ভিপি পদে রিফাত আহমেদ শাকিল ও জিএস পদে মুন্তাসির খান অর্পণ। শহীদ রফিক-জব্বার হলে ভিপি পদে মেহেদী ও জিএস শরিফুল ইসলাম। শেখ রাসেল হলে ভিপি পদে ইবনে সিহাব ও জিএস পদে আল মাহাদী। শহীদ তাজউদ্দীন আহমদ হলে ভিপি পদে সিফাতুল্লাহ ও জিএস পদে মাহমুদুল সাকিব। মওলানা ভাসানী হলে ভিপি পদে আব্দুল হাই স্বপন এগিয়ে আছেন।
মেয়েদের নওয়াব ফয়জুন্নেসা হলে ভিপি পদে বাবলি আহমেদ ও জিএস পদে সুমাইয়া খানম। ১৫ নং ছাত্রী হলে ভিপি পদে শারমিন খাতুন। প্রীতিলতা হলে ভিপি পদে সুরাইয়া আক্তার মিথি। রোকেয়া হলে ভিপি পদে তাসনিম খন্দকার ও জিএস পদে নাবিলা মাহজাবীন এগিয়ে আছেন।
এর আগে আটটি হলের কেন্দ্রীয় সংসদের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া গেছে, যেখানে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ আরিফের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এছাড়াও জিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম এবং এজিএস পদে এগিয়ে আছেন ফেরদৌস।