ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি আবারও আলোচনায় এলেন ব্যক্তিগত জীবন নিয়ে। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে দাম্পত্য কলহের কারণে দীর্ঘদিন ধরেই শিরোনামে ছিলেন তিনি। এবার জনপ্রিয় টকশো ‘আপ কি আদালত’-এ এসে খোলামেলা মন্তব্য করলেন শামি। টাইমস অব ইন্ডিয়া
শামির ভাষায়, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হাসিনকে বিয়ে করা। তিনি বলেন, ‘জীবন অনেক কিছু শেখায়। আমি স্বীকার করি, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি কাউকে দোষ দিই না, এটা আমার ভাগ্য ছিল।’
২০১৪ সালে হাসিন জাহানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শামি। তবে ২০১৮ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। শামির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন হাসিন, যা নিয়ে পাঁচ বছর আদালতে লড়াই করতে হয় এই পেসারকে।
শামি জানান, ব্যক্তিগত ও পেশাগত সমস্যার ভারসাম্য রাখা কঠিন ছিল, ‘একদিকে সংসারের পরিস্থিতি, অন্যদিকে দেশের হয়ে খেলতে হয়। এতে বিশাল মানসিক চাপ তৈরি হয়।’
তিনি আরও বলেন, বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, ‘বাড়িতে কেউ ঝামেলা চায় না। আমি চেষ্টা করেছি, কিন্তু এটা দুই পক্ষের ব্যাপার। যদি ওরা না চায়, ধৈর্যই একমাত্র উপায়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শামি। তার দাবি, অনেক সময় এমন সব অভিযোগের মুখোমুখি হয়েছেন যা অপরাধীরাও হয় না।
নারীদের প্রতি সম্মান ও পারিবারিক মূল্যবোধ নিয়েও মত প্রকাশ করেন শামি। তিনি জানান, তাদের পরিবারে কন্যাসন্তানের জন্ম উদযাপন করা হয় ছেলের চেয়েও বেশি উৎসাহে।