গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে নিহত নয় এমন ৫২ জনের তথ্য পাওয়া গেছে। দেশের জাতীয় দৈনিক প্রথম আলো তাদের অনুসন্ধানে এমন তথ্য তুলে ধরেছে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন সাংবাদিক মোস্তফা ফিরোজ।
জুলাই শহীদদের নিখুঁত তালিকা করার জন্য গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের করা উচিৎ ছিল বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভয়েস বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এমন মন্তব্য করে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
প্রথম আলোর সংবাদের তথ্য তুলে ধরে তিনি বলেন, কি দুর্ভাগ্যজনক খবর, জমির বিরোধে খুন দুর্ঘটনায় মৃত্যু তবু তারা জুলাই শহীদ। ৫২ জন শহীদের তালিকায় আছে তারা আসলে এই জুলাই প্রকৃত যুদ্ধে শহীদ হননি। এক বছর আগের সেটাই আমরা ঠিক করতে পারলাম না।
তিনি আরো বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে প্রায়ই বলি ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে গেছে, কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না আমরা সন্দেহের মধ্যে থাকি। আর এখন জুলাই শহীদ, জুলাই যুদ্ধা আপনি কিভাবে চিনবেন।
মোস্তফা ফিরোজ আরো বলেন, এর জন্য দায় কার? জুলাইতে যারা নেতৃত্ব দিল তারা চলে গেল রাজনৈতিক দল গঠন করতে। অথচ মূল দায়িত্বটা নেওয়ার দরকার ছিল তাদের, নিল না তারা।