সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বিক্ষুব্ধ ছাত্ররা হামলা চালিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে ফেসবুকসহ নানা প্ল্যাটফর্মে। তবে অনুসন্ধানে জানা গেছে, এ দাবি সম্পূর্ণ ভুয়া।
ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে পুনে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের। ফলাফলে অনিয়ম ও গ্রেস মার্ক বিতর্ককে ঘিরে গত ১৪ জুলাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা গেট বেয়ে উঠে প্রতিবাদ জানায়। এ ঘটনাটি প্রথমে স্থানীয় গণমাধ্যম রকঠক মহারাষ্ট্র সংবাদ প্রকাশ করে। পরে সেটিকেই বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় মোদির বাসভবনে হামলার ভিডিও হিসেবে।
ভারতের কোনো মূলধারার সংবাদমাধ্যমে মোদির বাসভবনে হামলার খবর প্রকাশিত হয়নি। এনডিটিভির প্রতিবেদনেও স্পষ্ট করা হয়, এটি ছাত্রদের পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে হওয়া আন্দোলন ছাড়া আর কিছুই নয়।
বিশ্লেষণে দেখা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে ঘিরে ভারতের কিছু টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যম নিয়মিত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রিপাবলিক বাংলা, জি নিউজ, হিন্দুস্তান টাইমসসহ একাধিক চ্যানেল বাংলাদেশবিরোধী বিভ্রান্তিকর তথ্য প্রচারে সক্রিয় ছিল। তবে এবার নিজেদের প্রচারণার ফাঁদে নিজেই জড়িয়ে পড়েছে ভারত।