রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা মায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জিরো পয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত পদত্যাগপত্র উপস্থাপন করে এ ঘোষণা দেন।
মায়া অভিযোগ করেন, দলের তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত বাধার সম্মুখীন হচ্ছেন। রাজশাহী মহানগর কমিটি জেলা কমিটির কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করছে। প্রশাসনিক কোনো সহযোগিতা মিলছে না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও দলের পক্ষ থেকে কোনো সমর্থন পাননি।
নিজেকে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী পরিচয়ে তুলে ধরে তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি চক্র তাকে এবং অন্যান্য যুগ্ম সমন্বয়কারীদের অপমান ও অপদস্ত করছে। এতে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবদান প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এ সময় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজশাহীতে দলের কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা এবং হস্তক্ষেপ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তিনি স্থায়ীভাবে পদত্যাগ করতে বাধ্য হবেন।
পদত্যাগপত্রে যা উল্লেখ করেছেন মায়া
পদত্যাগপত্রে শামীমা সুলতানা মায়া লিখেছেন, ‘আমি শামীমা সুলতানা মায়া, দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা হয়ে ও এনসিপির দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি নীতি, সততা এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে।
কিন্তু সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে এবং যেভাবে সামাজিক পরিবেশ ও পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। আমাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী কর্মকাণ্ডের কারণে আমি উপলব্ধি করেছি এই পদে থেকে আমার নীতিগত অবস্থান অটুট রাখা আর সম্ভব হচ্ছে না।
আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা কোনো সরাসরি অভিযোগ তুলতে চাই না। তবে সত্য হলো আমি আমার বিবেক, সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন দিতে চাই না। রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। তবে বর্তমান অবস্থায় যে সকল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।
অতএব, আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি। আমি মনে করি এটি শুধু আমার জন্যই নয়, দলের জন্যও একটি ইতিবাচক সিদ্ধান্ত। কারণ একজন মানুষ তার বিবেকের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় থাকলে সেই পরিস্থিতিতে সে সংগঠনকে সঠিকভাবে উপকৃত করতে পারে না।
আমি দৃঢ়ভাবে অঙ্গিকার করছি যে, ভবিষ্যতেও আমি সমাজ ও দেশের জন্য ইতিবাচক কাজ চালিয়ে যাবো। একই সঙ্গে দলের প্রতি আমার শুভকামনা থাকবে। আমি আশা করি জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও দৃঢ় ভূমিকা রাখবে।’