চাকসু নির্বাচন: হল সংসদে পূর্ণ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্রীসংস্থা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে এবার আনুষ্ঠানিকভাবে মাঠে নামল ইসলামী ছাত্রীসংস্থা। সংগঠনটি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রীতিলতা হল সংসদের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। একইসঙ্গে তারা জানিয়েছে, প্রতিটি হল সংসদ ও কেন্দ্রীয় সংসদেও প্রার্থী দেবেন।

প্রীতিলতা হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল জান্নাত তারিন। জিএস পদে রয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা এবং এজিএস পদে মনোনয়ন নিয়েছেন আফরিদা রিমা।

নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ শেষে সংগঠনের নেত্রীবৃন্দ বলেন, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে তারা শিক্ষার্থীদের প্রকৃত দাবি-দাওয়া ও আবাসিক হলের নানান সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার নিয়ে অংশ নিচ্ছেন। তাদের ভাষ্য, “এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের বিষয় নয়, বরং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠারও লড়াই।”

নেত্রীবৃন্দ আরও জানান, আপাতত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তারা আশাবাদী, শিক্ষার্থীরা পরিবর্তনের প্রত্যাশায় তাদের সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আগামীকাল ১৭ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত চাকসু ও হল সংসদ নির্বাচন।

আপনার মতামত লিখুনঃ