জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নে চারটি মাধ্যমের কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলের মত, জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক আদেশকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। তিনি জানান, অনেক রাজনৈতিক দল একে সমর্থন জানিয়েছে, আবার অনেকে নানা আলোচনা করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ও ফোরামে আলোচনা করবে। তবে তাদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে।
শেষে অক্টোবরের শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসার কথা জানান আলী রীয়াজ।
এর আগে বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি বলেন, মেয়াদ বাড়ানো হলেও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায়।
তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো হলেও কমিশন এক মাস সময় নেবে না। সময় বাড়ানো হয়েছে, যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।
