দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, প্রমাণে যে নাটক সাজান আ.লীগের দুই নেতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ প্রমাণে নাটক সাজানো সাহদে আলী ও জামাল পাশা।

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করতে জামালপুরের আওয়ামী লীগের দুই নেতা সাহেদ আলী ও জামাল পাশা গত ৩ আগস্ট অপহরণের একটি ভিডিও পোস্ট করেন সামাজিকমাধ্যম ফেসবুকে। ভিডিওটি নজরে পড়লে তদন্ত শুরু করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

পরবর্তীতে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত সাহদে আলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং জামাল পাশা জামালপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ আগস্ট সাহেদ আলীর নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখানো হয় চোখমুখ বেঁধে সাহেদকে তুলে নিয়ে গিয়ে কেউ পেটাচ্ছে, আসলে ওটি ছিল সাজানো নাটক।  দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে জানান তিনি।  গত নভেম্বরে জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে, এ ছাড়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় ঢাকায় দায়েরকৃত মামলায়ও তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ সুপার আরও বলেন, বুধবার রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীকে ঢাকার উত্তরা এবং জামালপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল পাশাকে ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুজনকে ঢাকার রাজপথে ঝটিকা মিছিলে অংশ নিতে দেখা যায় বলে জানান তিনি। 

আপনার মতামত লিখুনঃ