আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে, তা আলোচনার ও বিবেচনার বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগের রাজনীতি ৫ আগস্টের পরই শেষ। কারণ জনগণ তাদের জবাব দিয়েছে, এবং আগামী দিনেও দেবে।”
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার জনগণের বিষয়। আর তা হতে হবে রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই।
প্রার্থী বাছাই প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মনোনয়ন দেয়া হবে। দল যাকে মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করবে। নির্বাচনকেন্দ্রিক জনসংযোগ নিয়মতান্ত্রিক উপায়েই চালানো হবে।”
জামায়াতের আসন ছাড় প্রসঙ্গে তিনি বলেন, “আসছে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ২৫০ আসন ছাড়লে সেটা তাদের একান্ত ব্যাপার। তবে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনা ও বিবেচনার বিষয়।”
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা জনগণের ভোটেই সংসদে যাবেন। অসাংবিধানিক বা অবৈধ কোনো প্রক্রিয়া গ্রহণ করা হলে জাতি নতুন সংকটে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নেয়া এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা।