স্ত্রীকে ক্ষমা ও পরকীয়ার অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন ত্বহা আদনান

জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যম এবং ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

‘ফেসবুক পোস্টে সারাহ অভিযোগ করেন, তার স্বামী আবু ত্বহা বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত। পাশাপাশি তিনি আরও দাবি করেন, আদনানের প্রতিষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা চলে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।’

তবে একদিন পরেই সারাহ আগের পোস্টটি মুছে ফেলেন এবং নতুন একটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি জানান, কিছু হিংসুক ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল, যা যাচাই করে তিনি বুঝতে পারেন, সেসব অভিযোগ ভিত্তিহীন। তিনি স্বীকার করেন, ষড়যন্ত্রের শিকার হয়েই তিনি পূর্বের পোস্টটি করেছিলেন।

‘এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কেউ আদনানের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করছেন।’

এবিষয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনান নিজেও একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি জানান, তার স্ত্রীর পোস্টগুলো তার ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ মাত্র, ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে। আদনানের ভাষায়, “আমার স্ত্রী অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট।

তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগও অস্বীকার করে আদনান জানান, তার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ এবং আল্লাহর প্রদত্ত রিজিকের ওপরই তা পরিচালিত হয়। মানুষের অনুদান ব্যয় করা হয় ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা ও দাওয়াতি কার্যক্রমে। নারী-পুরুষের অবাধ মেলামেশার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে মিক্সিংয়ের কোনো সুযোগ নেই। মহরম স্থানে পুরুষ ও নারী একসঙ্গে অবস্থান করে না।”

আপনার মতামত লিখুনঃ