পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলায় বিএনপি নেতা হারুনের মনোনয়ন বাতিলের দাবি হিন্দু নেতাদের

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
এক গণসমাবেশে হিন্দু সম্প্রদায়ের পূজা আয়োজনকে তিনি ‘শয়তানের ইবাদত’ বলে উল্লেখ করায় দুই সংগঠন গভীর ক্ষোভ প্রকাশ করেছে এবং তার প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

গত শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দলের মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতে আয়োজিত বিএনপির সমাবেশে হারুন এই মন্তব্য করেন।
রবিবার (১৬ নভেম্বর) রাতে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর পূজা কমিটির শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে জানান—এই বক্তব্য দেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়কে অপমানিত ও মানসিকভাবে আঘাত করেছে।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় আচারকে অবমাননা করে এ ধরনের বক্তব্য অত্যন্ত উদ্বেগের, বিশেষ করে এমন ব্যক্তিকে যখন জাতীয় নির্বাচনে একটি বড় দল প্রার্থী করে। সংগঠন দুটির দাবি—হারুনুর রশীদের মনোনয়ন দ্রুত বাতিল করতে হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় সরকার ও নির্বাচন কমিশনের প্রতি।

হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। এর আগে ১৯৯৬, ২০০১ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

তবে তার বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রতিক সমাবেশসহ এর আগেও একাধিকবার তিনি পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলছেন

আপনার মতামত লিখুনঃ