দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জামায়াত নেতাকে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ও গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলটির আমীর ডা. শফিকুর রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ ২৮ নভেম্বর (শুক্রবার) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আজ ২৮ নভেম্বর (জুমআ বার) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে এবং তাকে দলীয় সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ