0.8 C
Munich
Monday, December 23, 2024

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ নেত্রী আটক

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তারাশী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তৃষ্ণা (২৫) ও সুমি বেগম (২৮) নামে দুই নারী এবং মহসিন উদ্দিন খান (২০) নামে একজন পুরুষকেও আটক করা হয়।

জানা গেছে, লক্ষ্মী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় গত দেড় মাস ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী মৌখিকভাবে কোটালীপাড়া থানা পুলিশকে অভিযোগ দিলে ভাড়া বাসা থেকে লক্ষ্মী সরকারসহ ওই দুই নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে লক্ষ্মী সরকারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। এ ছাড়া দুই নারী ও এক পুরুষকেও আটক করেছি।

আরও পড়ুনঃ  যৌতুক না নেওয়ায় ১১ দম্পতিকে উপহার দিল জামায়াত

সর্বশেষ সংবাদ