2.1 C
Munich
Monday, December 23, 2024

মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের বিদ্রোহী আনসারুল্লাহ আন্দোলনের হুথিরা লোহিত সাগরে মার্কিন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীকে হামলা করেছে এবং একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে, আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন।

গতকাল সন্ধ্যায় আমাদের দেশে হামলা শুরু করার সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং এটিকে রক্ষাকারী বেশ কয়েকটি যুদ্ধজাহাজে আক্রমণ করার মাধ্যমে আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে,’ তিনি হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেলকে এ কথা বলা হয়েছে।

হুথি মুখপাত্রের মতে, মার্কিন জাহাজের উপর হামলায় ‘আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন’ ব্যবহার করা হয়েছিল। তার কথায়, এই অভিযানের ফলে একটি এফ-১৮ বিমান ভূপাতিত হয়েছিল যখন মার্কিন সেনারা হুথিদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল।

আরও পড়ুনঃ  ঢাকা সেনানিবাসে বিক্রম মিশ্রি'র বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে

হুথি হামলার সময়, লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় বিমানবাহী রণতরীকে রক্ষা করার জন্য ‘অধিকাংশ শত্রু যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমা ছেড়েছিল’, সারেয়া বলেন, হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগরের উত্তরাঞ্চলে পশ্চাদপসরণ করে। সূত্র: তাস।

সর্বশেষ সংবাদ