1.3 C
Munich
Monday, December 23, 2024

হঠাৎ সেভেন সিস্টার্সের গুরুত্বপূর্ণ রাজ্যে হঠাৎ ১০ হাজার সেনা পাঠাচ্ছে ভারত

জনপ্রিয় সংবাদ

জাতিগত সংঘাতে জর্জরিত ভারতের উত্তরপূর্ব অঞ্চলের রাজ্য মণিপুরে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতীয় সরকার। এ নিয়ে ‘সেভেন সিস্টার্সের’ গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভারতের কেন্দ্রীয় বাহিনীর মোট কোম্পানির সংখ্যা ২৮৮-তে পৌঁছাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা। খবর এনডিটিভির।

মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, এই ৯০টি কোম্পানি বা প্রায় ১০ হাজার ৮০০ কেন্দ্রীয় বাহিনীর সদস্য মণিপুরে মোতায়েন করা হলে মোট কোম্পানির সংখ্যা হবে ২৮৮। ২০২৩ সালেল মে মাস থেকে শুরু হওয়া মণিপুরের সহিংসতায় এ পর্যন্ত ২৫৮ জন প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, আমরা ৯০টি কোম্পানি পাচ্ছি। এর একটি বড় অংশ ইতিমধ্যেই ইমফলে পৌঁছে গেছে। আমরা এই বাহিনীকে বেসামরিক মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য মোতায়ন করছি।

আরও পড়ুনঃ  খামেনির অসুস্থতার বিষয়ে সর্বশেষ যা জানা গেল

কুলদীপ সিং বলেন, কয়েক দিনের মধ্যে সব এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হবে। আমরা নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি জেলায় নতুন সমন্বয় সেল এবং যৌথ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। ইতিমধ্যে চালু থাকা সেলগুলোর পর্যালোচনা করা হয়েছে।

তিনি জানান, সহিংসতা শুরুর পর থেকে পুলিশের অস্ত্রাগার থেকে লুট হওয়া প্রায় ৩ হাজার অস্ত্র ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এক বছরের বেশি সময় ধরে হিন্দু প্রধান মৈতৈ সম্প্রদায় এবং খ্রিস্টান প্রধান কুকি সম্প্রদায়ের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। চলতি মাসের শুরুর দিকে আবার নতুন করে দুই জাতির মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ