-3.2 C
Munich
Wednesday, December 25, 2024

ভারতের ৫ সেনা নি’হত

জনপ্রিয় সংবাদ

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একটি সেনাবাহিনীর ট্রাক রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ায় পাঁচজন সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভির।

কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি সেনা যান বানই এর দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী ১৬ কর্পস জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছেন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আহত সেনা সদস্যরা চিকিৎসা সেবা পাচ্ছেন। এ ছাড়া দ্রুত সাড়াদান দলের সেনা সদস্য ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

আরও পড়ুনঃ  ইমরানের মুক্তির দাবিতে বাইডেনকে ৪৬ মার্কিন কংগ্রেস সদস্যের

সর্বশেষ সংবাদ