1.3 C
Munich
Monday, December 23, 2024

পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে: ব্যারিস্টার সুমন

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন মধ্যরাতে হঠাৎ ফেসবুকে রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।‘

তবে কোথায় কোন পুলিশের সঙ্গে যাচ্ছেন তার বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নামে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুনঃ  আরিফ হাসানের মৃত্যুর কারণ জানাল ল্যাবএইড হাসপাতাল

সর্বশেষ সংবাদ