সম্প্রতি মার্কিন মুলুকে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলে খেলছেন তিনি। এই দলসহ যুক্তরাষ্ট্রের গোটা জাতীয় ক্রিকেট লিগকেই (এনসিএল) নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নতুন দায়িত্ব নেয়ার পর এটাই সবচেয়ে বড় ঘটনা।
আইসিসির পক্ষে থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এই ঘটনার মাধ্যমে কঠোরতার একটি বড় নজির স্থাপন করল আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) কে লেখা একটি চিঠিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি লিগকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নিষিদ্ধ করার কারণ হিসাবে চিঠিতে উল্লেখ আছে, টুর্নামেন্টটিতে সহযোগী খেলোয়াড়দের ফিল্ডিং এবং ইভেন্টের আগে এনসিএল কর্তৃপক্ষের কাছে পরিচিত নিষেধাজ্ঞার নিয়ম লঙ্ঘন হয়েছে। তাছাড়া একাদশের নিয়ম না মানা এক ম্যাচে একাধিকবার ৬/৭ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছিল। এমনকি এনসিএলের ‘অন এবং অফ দ্য পিচ’-এর সাথে সমস্যার ইঙ্গিতও দিয়েছে আইসিসি।
এসব ছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেমন, পপ আপ ভেন্যুতে উইকেট নিম্নমানের বলে প্রমাণিত হয়েছিল যেখানে ওয়াহাব রিয়াজ এবং টাইমাল মিলসের মত ফাস্ট বোলারদের ব্যাটারদের ক্ষতি এড়াতে স্পিন বল করা বাধ্যতামূলক ছিল। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইড ক্রিকবাজ জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের পরিচালনা এবং মার্কিন অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘন ও করেছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ।