6.7 C
Munich
Saturday, November 2, 2024

মিরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকামুখী আপ লাইনে এ ঘটনা ঘটে।

চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, আজ দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কন্টেইনারবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। বিষয়টি চট্টগ্রাম কন্ট্রোলরুমকে জানিয়েছি। তবে আফ-লাইন বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল করছে।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম কালবেলাকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে মাল নিয়ে ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে চিনকি আস্তানা রেল স্টেশন এলাকা পার হওয়ার সময় ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সাকিবকে হেনস্থা করা হবে না, উপদেষ্টাদের আশ্বাস পেয়েছে বিসিবি

সর্বশেষ সংবাদ